
প্রকাশিত: Wed, Jul 19, 2023 11:38 PM আপডেট: Mon, May 12, 2025 10:22 PM
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পোডিয়ামটা যেনো বাংলাদেশি রাজনীতি চর্চা কেন্দ্র!
শওগাত আলী সাগর, ফেসবুক থেকে: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পোডিয়ামটা আস্তে আস্তে বাংলাদেশি রাজনীতি চর্চ্যা কেন্দ্রে পরিণত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।এতোদিন একজন প্রতিনিধি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিবৃতি দিয়ে স্টেট ডিাপার্টমেন্টের মুখপাত্রের মন্তব্য জানতে চাইতেন। আজ দেখলাম বাংলাদেশি দুজন সাংবাদিক আছেন।
একজন চট করে বাংলাদেশে বিরোধী দলের উপর হামলা মামলা নিয়ে প্রশ্ন করলেন। আরেকজন দ্বিমত পোষন করে দীর্ঘ একটা বক্তব্য উপস্থাপনের চেষ্টা করলেন। তিনি এতোটাই দীর্ঘ বক্তব্য নিয়ে প্রেস ব্রিফিং এ হাজির হয়েছিলেন যে মুখপাত্র অন্তত চারবার তাকে থামিয়ে প্রশ্নটা কী জানতে চেয়েছেন।
বাংলাদেশ যে ম্যাটার করে, বকাংলাদেশ যে একটি গুরুত্বপুর্ণ দেশ- এই স্টেটমেন্টর বাইরে তার পুরো বক্তব্যটা আসলে পরিষ্কার হয়নি আমার কাছে। তবে শেষ পর্যন্ত তিনি একটা প্রশ্ন করেছেন সেটা হলো- আমেরিকা- বাংলাদেশের বর্তমান সম্পর্কের মূল্যায়ন।
২.হিরো আলম, শামীম ওসমান নিয়ে গতকাল প্রশ্নের উত্তর দিলেও ’উজরা জেয়া বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই বিরোধী দলের উপর হামলা হচ্ছে’ অভিযোগ করে এই ব্যাপারে প্রতিক্রিয়ার কোনো উত্তর দেননি মুখপাত্র। তিনি উজরা জেয়ার সফরের উপর একটা বক্তৃতা দিয়েই উত্তর সেরেছেন।
৩.কয়েকদিন আগে এক সাংবাদিক জানতে চেয়েছিলেন- স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ প্রশ্নের উত্তর দেয়ার ক্ষেত্রে ‘ফ্যাক্ট চেক’ করা হয় কী না। না কি সত্য মিথ্যা সব প্রশ্নেরই উত্তর দেয়া হয়। আজ আরেক সাংবাদিক বললেন, স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করার ক্ষেত্রে ‘ইন্টিগ্রিটি’ থাকা দরকার।
৪. সামনে এই ব্রিফিং এ আরো বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ঘটবে কী না, তারা আওয়ামী লীগ- বিএনপির স্টেটমেন্ট তুলে ধরে মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে চাইবেন কী না- সেটা এখনি বলা যাচ্ছে না। তবে তার একটা সম্ভাবনা (!) একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
